মুজাফফর আহমেদের ১৩৭তম জন্ম জয়ন্তী পালিত

আগরতলা, ৫ আগস্ট: সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক কমরেড মুজাফফর আহমেদের ১৩৭তম জন্ম জয়ন্তী পালন করা হয় দশরথ দেব স্মৃতিভবনে। এদিন মুজাফফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা।

মুজাফফর আহমেদের অবদান সর্ম্পকে বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, কমিউনিস্ট পার্টি গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তত্কালীন অবিভক্ত বাংলায় জন্ম গ্রহন করেন অত্যন্ত দরিদ্র পরিবারে। সেখানে পঠন পাঠন শেষে কলকাতায় এসে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছেন। কমিউনিস্ট পার্টির গঠনেও তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আরো বলেন, মুজাফফর আহমেদের নীতি ও আদর্শকে সঙ্গে নিয়েও বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বামেদের আন্দোলন চলবে।