প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, মৃত্যু ৭৯ বছর বয়সে

নয়াদিল্লি, ৫ আগস্ট : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক প্রয়াত হলেন। মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সত্যপাল মালিকের রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ এবং ঘটনাবহুল। তিনি একাধিক রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন — যার মধ্যে বিহার, গোয়া, মেঘালয় এবং বিশেষভাবে জম্মু ও কাশ্মীর অন্যতম। তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য দায়িত্ব ছিল জম্মু-কাশ্মীরের রাজ্যপাল হিসাবে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত। এই সময়েই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হয়।

তিনি ছিলেন সেই সময়ের প্রশাসনিক মুখ, যখন কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্রীয় শাসনের অধীনে আনা হয় উপত্যকাকে। এই কারণে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

সত্যপাল মালিক শুধু প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, বরং তিনি এক স্পষ্টভাষী রাজনীতিবিদ হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন জাতীয় ইস্যুতে তিনি বারবার খোলাখুলি মতামত প্রকাশ করতেন, যার ফলে তিনি রাজনৈতিক বিতর্কেও বারবার উঠে এসেছেন। কৃষক আন্দোলন, নিরাপত্তা ইস্যু, প্রশাসনিক স্বচ্ছতা—বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিজের অবস্থান জানাতে পিছপা হননি।

তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক্স সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর অবদানের কথা স্মরণ করে শোকজ্ঞাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীরা সবাই তাঁর রাজনৈতিক জীবনের প্রশংসা করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সত্যপাল মালিকের মৃত্যুতে ভারতের রাজনৈতিক জগতে এক প্রবীণ ও অভিজ্ঞ নেতার অবসান ঘটল। প্রশাসনিক দক্ষতা, স্পষ্টভাষীতা এবং বিতর্কের মধ্যে থেকেও নিজস্ব অবস্থান ধরে রাখার ক্ষমতা তাঁকে আলাদা করে তুলেছিল। তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবে দেশ।