কৈলাসহর, ৪ আগস্ট : কৈলাসহর চিড়াকুটি এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক ব্যক্তি।বর্তমানে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
কৈলাসহর পুরপরিষদের অধীনে ১৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নিপেশ দে নামে এক যুবক সোমবার সকালবেলা চিড়াকুটি এলাকায় ব্যক্তিগত কাজে যায়। অভিযোগ সেখানে যাওয়ার পর একটি দ্রুতগতিতে গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায়, প্রথমে তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য আরজিএম হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা, বর্তমানে সে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
নিপেশ দের আর্থিক অবস্থা খুবই দুর্বল বর্তমানে চিকিৎসা করানোর মতো অর্থ তার পরিবারের লোকেদের কাছে নেই তাই ওদের দাবি প্রশাসন যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটাই দাবি জানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিপেশ দের স্ত্রী পূর্ণিমা চৌধুরী।

