রাতের আঁধারে ফুলতলী বাজারে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৪ আগস্ট : রাতের আঁধারে ফুলতলী বাজারে এক দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল হানা দিয়ে লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। রাতে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও বাজারে চুরি সংঘটিত হওয়ায় আতঙ্কে আছে ব্যবসায়ীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন হার্ডওয়ার ব্যবসায়ী বেনু মজুমদার। কিন্তু আজ সকালে এসে দোকানে চুরি যাওয়ার ঘটনাটি দেখতে পান। চোরের দল দোকানের দরজার তালা ভেঙে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়েছে বলে জানান তিনি। আনুমানিক লক্ষাধিক টাকার জিনিস নিয়ে পালিয়েছে। তিনি আরও বলেন, রাতে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও বাজারে চুরি সংঘটিত হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কে আছে ব্যবসায়ীরা।