বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ 

আগরতলা, ৩ আগস্ট: বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। আলমারি ভেঙ্গে ভেতরে থাকা ৫০ হাজার টাকা নগদ এবং বিভিন্ন স্বর্ণালংকা নিয়ে গেছে চোর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 
জানা যায়, গতকাল রাতে উদয়পুর মহকুমায় চন্দ্রপুর দুই নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুশান্ত সূএধর পরিবার নিয়ে নিকট আত্মীয় বাড়ীতে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের ভেতরে সবকিছু লন্ডভন্ড করে ফেলে গেছে চোর। আলমারি ভেঙ্গে ভেতরে থাকা ৫০০০০ টাকা নগদ এবং বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে গেছে চোর। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন রাধাকিশোরপুর থানায়। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকাতে এর আগেও এ ধরনের চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা বর্ধিত না করা হলে শহরে এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয়। তাই অবিলম্বে শহরের রাত্রিকালীন নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন স্থানীয়রা।