পাকা রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৩ আগস্ট: পাকা রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা। ঘটনা সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় চৌদ্দদেবতা বাড়ি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে এদিন তারা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তাঅবরোধে সামিল হয়েছেন। 
 সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় চৌদ্দ দেবতা বাড়ি থেকে ভুবনবাসী পাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। এলাকার এই রাস্তাটি পাকা করে দেওয়ার দাবিতে, দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন স্থানীয়রা। স্থানীয় জন প্রতিনিধি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জানিয়েও রাস্তাটি সংস্কারের কাজে হাত দিচ্ছিল না কেউই। তাই বাধ্য হয়ে এদিন রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করেছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব্রুম মহকুমা ডিসিএম। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস প্রদান করেন অবিলম্বে রাস্তাটি পাকা করার কাজে হাত দেওয়া হবে। অবশেষে আশ্বাস পেয়ে রাস্তাটি অবরোধ মুক্ত করেন স্থানীয়রা।