খোয়াইয়ে তপন চক্রবর্তীর শহীদান দিবসে ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর রক্তদান শিবির, উদ্বোধনে মানিক সরকার

খোয়াই, ৩ আগস্ট: শহীদ কমরেড তপন চক্রবর্তীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোয়াইয়ে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রোববার দুপুর ১২টায় খোয়াই সিপিএম জেলা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
রক্তদান শিবিরে প্রথমেই রক্তদাতাদের সঙ্গে কথা বলেন মানিক সরকার। এরপর তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ কমরেডের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, খোয়াই মহিলা বিভাগের সভানেত্রী মল্লিকা শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিওয়াইএফআই-এর প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তীর আত্মত্যাগ ও আদর্শকে সামনে রেখে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান আয়োজকরা। উল্লেখ্য, প্রতি বছরই এই দিনে শহীদ দিবস উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।