ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত রামঠাকুর কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ

আগরতলা, ১ আগস্ট : রাম ঠাকুর কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত কলেজ চত্বর। নিরাপত্তাহীনতায় শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ। পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল পাপড়ি দাস।

ভর্তি সংক্রান্ত বিষয় ঘিরে কলেজের শেষ বর্ষের ছাত্র এবং বহিরাগত কিছু যুবকরা মিলে কলেজ ঘিরে ফেলে। একটা সময় সকল অধ্যাপক অধ্যাপিকা গন প্রিন্সিপালের রুমে আশ্রয় নিলে সেখানেও ওই ছাত্ররা উপস্থিত হয়ে দরজার বাইরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। উশৃংখল যুবকরা একটা সময়ে উত্তেজিত হয়ে কলেজের প্রিন্সিপালের রুমের দরজায় লাথি দিতে থাকে। ঘটনায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন অধ্যাপক অধ্যাপিকা গন। অসুস্থ হয়ে পড়েন কলেজের এক অধ্যাপিকা। মূলত, উচ্চশিক্ষা দপ্তর অধীন বিভিন্ন কলেজগুলিতে যে ভর্তি প্রক্রিয়া চলছে সেটা বন্ধ রেখে তাদের মন পছন্দের ছেলে মেয়েকে সবার আগে কলেজের মধ্যে ভর্তি করার দাবিতে উশৃংখল পরিস্থিতির সৃষ্টি করে ওই যুবকরা, এমনটাই জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল।

এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল জানান, উচ্চশিক্ষা দপ্তর যেভাবে ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে সেভাবেই কলেজে ভর্তি করাতে হবে ছাত্র-ছাত্রী। কলেজের কাছে নিজস্ব স্বাধীনতা নেই ভর্তির প্রক্রিয়ার। কিন্তু এই বিষয়ে মানতে নারাজ আন্দোলনরত যুবকরা। এতেই কলেজকে এক প্রকার ঘিরে ধরে অধ্যাপক অধ্যাপিকা দের উপর চড়াও হয়, ওই উশৃংখল যুবকরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় যুব মোর্চার নেতারা। পরবর্তীতে তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে কলেজ চত্বরে বহিরাগত যুবকদের এ ধরনের আস্ফালনে শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।