কৈলাসহর, ১ আগস্ট: সামাজিক মাধ্যমে প্রকাশ্যে গো-মাংস বিক্রির প্রচার করে লাইভ সম্প্রচারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। ঘটনার বিরুদ্ধে কৈলাসহর মন্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীতিশ দে বলেন, এক ব্যক্তি সামাজিক মাধ্যমে লাইভ করে জানায়, এক হাজার টাকায় চার কেজি মাংস পাওয়া যাবে। সে নির্দিষ্ট স্থানের উল্লেখও করে। পরে জানা যায়, বাবুরবাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার রাস্তায় সেগুনবাগানের পাশে গবাদি পশু কেটে মাংস বিক্রি হচ্ছে। এই ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ। এবারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে উসকানি দিয়েছে।
বিজেপির দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। নীতিশ দে জানান, পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতেই তারা এই ডেপুটেশন দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

