দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত আইপিএফটির এক প্রতিনিধি দল

আগরতলা, ১ আগস্ট: আজ দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হলেন আইপিএফটির এক প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনারগণ ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশি আজ নয়াদিল্লির নির্বাচন সদনে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা(আইপিএফটি) র এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য সদস্যগন। এদিনের এই বৈঠকে কমিশনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন দ্বারা প্রদত্ত বিভিন্ন পরামর্শ গ্রহন করেছে আইপিএফটি দলের নেতৃত্বরা।

উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিচালনার জন্য বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকগুলি মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিদের সঙ্গে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

যার মাধ্যমে জাতীয় ও রাজ্য দলের সভাপতিরা সরাসরি কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে পারেন এবং তাঁদের মতামত ও উদ্বেগ প্রকাশ করতে পারেন। এই উদ্যোগ কমিশনের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য হল বিদ্যমান আইনি কাঠামোর অধীনে সমস্ত অংশীদারদের সঙ্গে মিলিতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে আরও মজবুত করা।