নয়াদিল্লি, ৩১ জুলাই : উপ-রাষ্ট্রপতি নির্বাচন ২০২৫-এর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা সংবিধান ও আইন অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনের উপর উপ-রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব রয়েছে। আর ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যদের সমন্বয়ে গঠিত নির্বাচকমণ্ডলীর মাধ্যমে অর্থাৎ লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যরা এই ভোটে অংশগ্রহণ করেন। কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪-এর রুল ৪০ অনুযায়ী নির্বাচকমণ্ডলীর হালনাগাদ তালিকা তৈরি ও সংরক্ষণের কাজ সম্পূর্ণ হয়েছে।
কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। সদস্যদের নাম ও ঠিকানা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী বর্ণানুক্রমিকভাবে ধারাবাহিক সিরিয়ালে তালিকাভুক্ত করা হয়েছে। এই হালনাগাদ তালিকা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করবে, বলে কমিশনের দাবি। এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ হওয়ার পর নির্বাচন কমিশন শীঘ্রই উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চলেছে।
উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। তিনি একসঙ্গে রাজ্যসভার পদাধিকারভিত্তিক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই ঘোষণার মধ্য দিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। সম্প্রতি জগদীপ ধনখড় স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন। তাই, মেয়াদ শেষ হওয়ার পূর্বেই উপ-রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের ঘোষণার পর এখন রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রার্থীতালিকা এবং ভোটগ্রহণের নির্দিষ্ট সময়সূচির জন্য।

