লোকসভায় ঊনকোটির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় এর সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য ১০০ কোটি টাকার প্যাকেজ দাবি সাংসদ বিপ্লব কুমার দেবের

আগরতলা, ৩০ জুলাই : আজ লোকসভায়, উত্তর পূর্বাঞ্চলের বিপুল সম্ভাবনাময় অন্যতম পর্যটন কেন্দ্র ঊনকোটির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় এর সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য ১০০ কোটি টাকা প্যাকেজ এবং পারিপার্শ্বিক অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর নিকট দাবি উত্থাপন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তার পাশাপাশি ঊনকোটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এএসআই অফিসটিকে মিজোরাম থেকে ত্রিপুরায় স্থানান্তরিত করারও দাবি জানান।

সংসদে আলোচনা করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, ঊনকোটি পর্যটন কেন্দ্রের পাশাপাশি সনাতনী আবেগ এবং আস্থার এই পুণ্য ভূমি। এখানে এক কম, এক কোটি দেব দেবীর মূর্তি সহ পৌরাণিক দৃশ্যের বিভিন্ন প্রতীকী রূপ দৃশ্যমান। এএসআই এর সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করছে না। তাতে এর রক্ষায় বাঁধা তৈরী হচ্ছে। লক্ষ লক্ষ পর্যটক যারা সেখানে যেতে আগ্রহী তাঁদের সুবিধার্থে প্রায় অষ্টম- নবম শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই স্থানটির পর্যাপ্ত পরিকাঠামো উন্নয়ন এবং এই পর্যটন কেন্দ্রের যথাযথ বিকাশ সহ, এখানে অবকাঠামোগত উন্নয়নের জন্য এনএইচ ২০৮ থেকে উনাকোটি পর্যন্ত একটা কিলোমিটার রাস্তার সংস্কার ও প্রশস্তকরণ, ল্যান্ড স্কেপিং, ওপেন এয়ার থিয়েটার, সমাবেশ স্থল, স্যুভেনির শপ, ক্যাফেটেরিয়া, টয়লেট, ট্যুরিস্ট রেস্ট হাউস সহ এই জায়গায় চারপাশে অত্যাবশ্যকীয় পর্যটন সুবিধা ও বিনোদনের অন্যান্য সুযোগ সম্প্রসারণের দাবি জানান।

তিনি আরও বলেন, এএসআই অফিসের কার্য ক্ষেত্র অধিকাংশ প্রত্নতাত্ত্বিক স্থান ত্রিপুরায় হওয়া সত্বেও মিজোরাম থেকে সে কাজ করার ফলে অনেক বিলম্ব হয়, এবং সঠিক ভাবে তা রূপায়ন সম্ভব হয় না। তার জন্য এএসআই অফিসটিকে ত্রিপুরায় স্থানান্তরিত করারও জোরালো দাবি জানান।