আগরতলা, ২৮ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে বনকুমারি বাজার এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে দুই মহিলার কাছ থেকে ৯টি কেসে মোট ৯৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। সাথে দুই মহিলাকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।
পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানিয়েছেন, গতকাল পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনকুমারী এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়েছে। সেই অভিযানে পুলিশ ওই এলাকায় দুই মহিলার কাছ থেকে ৯টি কেসে মোট প্রায় ৯৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। পাশাপাশি গ্ৰেপ্তার করে দুই মহিলাকে।
তিনি আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

