সহপাঠীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র, থানায় মামলা

আগরতলা, ২৮ জুলাই : সহপাঠীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত সোনামুড়া ইংলিশ মিডিয়ামের দশম শ্রেণীর ছাত্র জাহিদ হাসান। ঘটনা সোনামুড়া এসডিএম অফিস ডাক বাংলোর সংলগ্ন এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, জাহিদ হাসান ক্লাস মনিটর। ক্লাসে যারা দুষ্টুমি করে তাদের নাম লিখে রাখার জন্য শিক্ষকরা তাকে দায়িত্ব দিয়েছে। সেও যথারীতি সেই দায়িত্ব পালন করছে। ওই ক্লাসেরই আজমুল নামের তার এক সহপাঠী ক্লাসে উশৃঙ্খলতা করায় তার নাম লিখে রাখে জাহিদ। তার জেরেই আজমূল জাহিদকে হুমকি দেয়। আজ বিদ্যালয় শেষে বিকেল প্রায় ৪ টা নাগাদ অজমুল তার সাথে আরো ৩-৪ জন মিলে জাহিদকে এসডিএম অফিস ডাক বাংলোর সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক মারধোর করে। শেষে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে কোনোক্রমে প্রাণ বাঁচায় জাহিদ। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সোনামুড়া থানায় মামলা দায়ের করেছে জাহিদ হাসানের অভিভাবক। ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন তারা।