শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে স্কুটি চুরি, জনজাতি রমণী আতঙ্কিত!

শান্তিরবাজার, ২৭ জুলাই : শান্তিরবাজার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে এসে এক জনজাতি রমণী তাঁর স্কুটি হারালেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিনের বেলায়, প্রকাশ্য দিবালোকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
জানা গেছে, সালথাং মনু চরণ পাই পাড়ার বাসিন্দা নমিতা রিয়াং রবিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে তিনি ঔষধপত্র কেনেন। এরপর কেনা ঔষধগুলি পুনরায় ডাক্তারকে দেখানোর জন্য তিনি যাচ্ছিলেন। এই সময় হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাঁর টি আর ০৮ জি ৪৫০৯ নম্বরের স্কুটিটি চোরের দল চুরি করে নিয়ে যায়।
স্কুটি চুরির বিষয়টি জানতে পেরেই নমিতা রিয়াং শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করেন। দিনের বেলায় সবার সামনে হাসপাতাল চত্বর থেকে এমন একটি চুরির ঘটনা ঘটায় সকলেই স্তম্ভিত। জেলা হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।