কৈলাসহরে পুলিশের বড় সাফল্য— চিনি বাগান নাকা পয়েন্টে বিপুল পরিমাণ বিলেতি মদ সহ গাড়ি আটক!

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ জুলাই:
কৈলাসহর থানায় ওসির দায়িত্ব নেওয়ার পরপরই বড় সাফল্য পেলেন তাপস মালাকার। বিশেষ সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ একটি গাড়ি আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে চিনিবাগান এলাকায়, যেখানে ধর্মনগর থেকে কমলপুরগামী একটি সন্দেহজনক বলেরো গাড়িকে আটক করা হয়।

গাড়িটির নম্বর এএস-১১-ওয়াই-২১১৭। ধর্মনগর থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে গাড়িটি চিনিবাগান নাকা পয়েন্ট অতিক্রম করার চেষ্টা করছিল। সেখানে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, গাড়ির ভিতরে রাখা রয়েছে ৫৫ কার্টুনে মোট ৯৮০ বোতল বিলেতি মদ, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, গোপন সূত্রে আগাম খবর পেয়ে চিনিবাগান নাকা পয়েন্টের আশপাশে সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল। কালো গ্লাস লাগানো সন্দেহজনক গাড়িটি দেখে তৎপরতা দেখায় পুলিশ। তল্লাশিতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য।

গাড়ির মালিক হিসাবে শনাক্ত হয়েছেন ধর্মনগরের বাসিন্দা সন্তোষ ধর। চালককে আটক করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানান ওসি।ওসি তাপস মালাকার আরও জানান, কৈলাসহর এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

——————–