ভারতীয় মজদুর সংঘের ৭০ বছর: উদয়পুরে পালিত হলো গৌরবময় অধ্যায়

উদয়পুর, ২৫শে জুলাই : ১৯৫৫ সালে শ্রী দত্তোপন্ত ঠেঙ্গড়ী প্রতিষ্ঠিত ভারতীয় মজদুর সংঘ আজ ৭০ বছর পূর্ণ করে ৭১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। দেশের অন্যতম বৃহত্তম এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শ্রমিক সংগঠন হিসেবে বিএমএস বরাবরই শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মস্থলের সম্মান, আর্থিক সুরক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আদর্শ ও আত্মনির্ভরশীল কর্মপদ্ধতির মাধ্যমে এই সংগঠন লক্ষ লক্ষ শ্রমিকের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

এই গৌরবময় ৭০তম বর্ষপূর্তি এবং ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উদয়পুর মহকুমার বিএমএস-এর অন্তর্গত শিক্ষক-কর্মচারীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস-এর প্রাক্তন জেলা সভাপতি গৌতম দাস, বর্তমান জেলা সভাপতি দিগবিজয় ভাওয়েল, এবং কর্মচারী নেতৃত্ব গৌতম চক্রবর্তী, বিজয় চৌধুরী, সুকুমার সেন, অনুপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

“আমরা শুধু শ্রমিক নই, আমরা সমাজের শক্তি” – এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই বিশেষ কর্মসূচি পালিত হয়, যা শ্রমিক আন্দোলনের এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।