আগরতলা, ২৬ জুলাই : ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আলোচনা হয়েছে। আজ আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে এমনটাই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন শ্রী দেব বলেন, ত্রিপুরায় অধিক বৃষ্টির ফলে আগামীদিনের বিভিন্ন অঞ্চলে চলাচল অযোগ্য হয়ে পড়ে। তাই রাজ্যে সব ঋতুতে চলাচলযোগ্য রাস্তা তৈরি করার বিষয় সড়ক কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, গোমতী এবং মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা, আগরতলা- সাব্রুম এপ্রোচ রোডের কাজ চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, নির্মাণের গুনগত মান নিয়ে সংশয় রয়েছে সেই কাজ গুলির জন্য উচ্চ পর্যায়ের অধিকারীকদের একটি পর্যবেক্ষক টীম গঠন করার দাবি জানিয়েছেন তিনি।
তাছাড়া, কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর’র সাথে সাক্ষাৎ করে লাইট হাউজ প্রজেক্টের কাজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

