বেহাল দশা রাস্তার, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৫ জুলাই : দীর্ঘদিন ধরে মনু আর ডি. ব্লকের অধীনে পশ্চিম মাছলি পঞ্চায়েতের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। ফলে, যান চলাচল সহ সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিসত্বর রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষুদ্ধ সাধারণ নাগরিক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ দিন যাবৎ মনু আর ডি. ব্লক এর অধীনে পশ্চিম মাছলি পঞ্চায়েতের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। ব্যবসায়ীদের অভিযোগ, সড়কটি গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে তাঁদের আর্থিক ক্ষতিও বেড়েই চলেছে।২০১৮ সাল থেকে পঞ্চায়েত ও ব্লককে অনেক বার জানানো হয়েছে এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এলাকার জনসাধারণের পক্ষ থেকে রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হয় তার আবেদন জানিয়েছেন।