আগরতলা, ২২ জুলাই : বাইকের সার্ভিসিং সেন্টারে মারপিটের ঘটনায় আহত হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে রাজধানীর চাঁনমারি এলাকায়। আহত যুবকের নাম সুরজিৎ দাস। তার মুখের হাড় ভেঙে গেছে। আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সুরজিৎ সে তার বাইক সার্ভিসিং-এর জন্য সার্ভিসিং সেন্টারে গিয়েছিলেন। পরে বাইক সার্ভিসিং করা নিয়ে অভিজিত দাসের সাথে বাকবিতণ্ডা হয়। একটা সময় সার্ভিসিং সেন্টারের কর্ণধার অভিজিৎ সুরজিৎকে ধাক্কা দেয়। সুরজিৎ পাল্টা ধাক্কা দেওয়ার পর তাকে লাগাতার তিনটি ঘুষি দেয়। তখন সুরজিতের মুখের হাড় ভেঙে যায়। সাথে সাথে সুরজিতের ভাই খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিয়ে যায় জিবি হাসপাতালে। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক।

