আগরতলা, ২২ জুলাই : উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে সরকারি ছড়ার দুই পার দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা কৃষিজমি পতিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকদের অভিযোগ, ছড়ার দুই পার দখল হয়ে যাওয়ায় কৃষিকাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রানা ছড়া’ নামে একটি সরকারি ছড়া, যার প্রস্থ প্রায় ১৩ ফুট ও দৈর্ঘ্য প্রায় ১০০০ ফুট, দীর্ঘদিন ধরে কৃষকদের যাতায়াতের অন্যতম ভরসা ছিল। ছড়ার দুই পার দিয়েই কৃষকরা মাঠে গরু, হাল ও কৃষি যন্ত্রপাতি নিয়ে যেতেন। তবে গত ১-২ বছরে স্থানীয় ৫-৬ জন ব্যক্তি ওই ছড়ার দুই পার দখল করে নেওয়ায় সমস্যায় পড়েছেন বহু কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক রহমত আলী বলেন, “ছড়ার দুই পার দখল হয়ে যাওয়ায় আমরা জমিতে ঢুকতেই পারছি না। গরু, হাল, কিংবা কৃষিকাজের যন্ত্রপাতি নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা আইনের শরণাপন্ন হয়েছি।”
এবিষয়ে স্থানীয় কৃষক আব্দুল মালিক বলেন আমার ৬ বিঘা জমি ওই ছড়ার পাড়ে। দখলের কারণে এখন চাষ করা দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, সরকারি ছড়ার জায়গা দ্রুত দখলমুক্ত করা হোক।
এদিকে ছড়ার পার দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেস দলের সদস্য ছায়াদ আলীর বিরুদ্ধেও। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমিও চাই ছড়ার ১৩ ফুট সরকারি জায়গা দখলমুক্ত হোক। কংগ্রেস সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বচসা শুরু হয়, ফলে এলাকা জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অবশেষে দুই পক্ষ ডিমার্কেশনের মাধ্যমে সমস্যার সমাধানে সম্মত হয় বলে জানা গেছে।

