বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং বিপর্যয়, উদ্বোধনের ৩ বছরের মধ্যে ভেঙে পড়লো সিলিং

আগরতলা, ২২ জুলাই : গতকাল রাতে আচমকাই চড়িলাম অটল বিহারী বাজপেয়ি বিদ্যা জ্যোতি স্কুলে সিলিং ভেঙে পড়ে। তাতে কেউই হতাহত হয়নি।তাই কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকরা। তবে সকলের একটাই অভিযোগ, যদি সেই হল ঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিং ভেঙে পড়লে কি হতো।

এবিষয়ে এলাকাবাসী বলেন, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনার প্রচেষ্টার ফলে স্কুলটির পরিকাঠামো গত উন্নতি হয়েছিল। ২০২২ সালে এই কনফারেন্স হলের উদ্বোধন হয়েছিল। মাত্র তিন বছরেই এত বড় বিপর্যয় ঘটে গেলো স্কুলে।কিন্তু কেন কনফারেন্সল ঘরের সিলিং ভেঙে পড়লো সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

অনেকেই বলছেন সিলিংয়ের কাজের মান কতটা নিম্নমানের ছিলো তা ঘটনা থেকে স্পষ্ট।এখন প্রশ্ন উঠেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি? তাছাড়া যে বিল্ডিংটি দীর্ঘ তিন বছর পূর্বে উদ্বোধন হয়েছিল সেই বিল্ডিংয়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বিল্ডিংটি যে সমস্ত পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে সেই সমস্ত পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। তবে সম্পূর্ণ স্কুলটিতে যে নিম্নমানের কাজ হয়েছে তা বলায় বাহুল্য। এখন দেখার বিষয় সে সমস্ত বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ শুরু করে প্রশাসন সেদিকে তাকিয়ে আছেন স্কুল এস এম সি কমিটির চেয়ারম্যান সহ প্রধান শিক্ষক।

সংবাদমাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান, স্কুলে প্রধান শিক্ষক সহ এস এম সি কমিটির সদস্যরা। তবে মঙ্গলবার থেকে সমস্ত কনফারেন্স হল করে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে স্কুলে।