স্বামীকে ফাঁসাতে তার প্রোফাইল থেকে নিজের নগ্ন ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে স্ত্রী, অভিযোগ স্বামীর

চুরাইবাড়ি, ২১ জুলাই : সামাজিক মাধ্যমে সনাতন সম্প্রদায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও স্ত্রীর নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে জড়ালো এক যুবক। উক্ত যুবকের নাম সাবুল মিয়া,বাড়ি চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের খাদিমপাড়া এলাকায়।

সংবাদ মাধ্যমের দ্বারস্ত হয়ে সাবুল জানায়, বিগত ২১ জুন তার দোকান থেকে তার স্ত্রী হাজিরা বেগম নগদ কুঁড়ি হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে শিলচরে পালিয়ে যায়। এরপর সাবুল চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলার খবর পেয়ে স্ত্রী হাজিরা সাবুলকে সামাজিক মাধ্যমে হেয় প্রতিপন্ন করার জন্য তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন নগ্ন ছবি ও সনাতন ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে। এতে সনাতনী সম্প্রদায়ের মানুষ সাবুলের উপর বেজায় ক্ষেপেছেন।

সাবুল আরো জানায়, তার স্ত্রী হাজিরা শিলচরের বিভিন্ন ইউটিউবারদের সাথে মিলে সাবুলের বিরুদ্ধে বিভিন্ন সড়যন্ত্র করে যাচ্ছে। এই বিষয়ে সাবুল চুরাইবাড়ি থানায় সোমবার পুনরায় লিখিত অভিযোগ করে। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে তার মোবাইল ফোনটি জব্দ করে ধর্মনগর সাইবার সেলে পাঠিয়েছে তদন্তের জন্য। এখন সম্পূর্ণ ঘটনা তদন্তাধীন অবস্থায় রয়েছে।