বাইক দুর্ঘটনায় আশঙ্কাজনক পুলিশ কনস্টেবল

আগরতলা, ২১ জুলাই : বাইক এবং অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক পুলিশ কনস্টেবল। আজ দুপুরে খোয়াই থানার অন্তর্গত মধ্য গনকী এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে খোয়াই থানার অন্তর্গত মধ্য গনকী এলাকায় বাইক এবং অটোর সংঘর্ষ ঘটে। তাতে গুরুতর আহত হয়েছে পুলিশ কনস্টেবলের ছেলে সাগর দাস (১৯)। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।