আগরতলা, ২১ জুলাই : পেট্রোল ক্রয় করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত এক, আহত দুই, ঘটনায় আরো দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে খোকন দাস ও রাকেশ দেবনাথ নামে দুই ব্যক্তি শালবাগান এলাকায় এক দোকানে পেট্রোল ক্রয় করতে যায়। সেখানে কিছু বিষয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তখন রাকেশ দেব খোকন দাস ঐ দোকানদারকে ধারালো দা দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয় দোকানদার। এদিকে এলাকাবাসীরা একত্রিত হয়ে অভিযুক্ত রাকেশ দেবনাথ এবং খোকন দাস কে বেধড়ক মারধর করে। এতে তারাও গুরুতর আহত হয়। পুলিশ এসে আহত সকলকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে রাকেশ দেবনাথের মৃত্যুর ঘটনায় এনসিসি থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযানে নেমে আজ সকালে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, রাজীব সাহা ও তাপস ঘোষ। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকটি বাইক এবং ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। খোকন দাস বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক।

