আগরতলা, ২১ জুলাই : জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ী এডিসি ভিলেজের বসবাসকারী পূর্নমানিক ত্রিপুরার ৫ বছরের কন্যাসন্তান এলিনা ত্রিপুরা সোমবার সকালবেলায় জলে পরে গিয়ে মৃত্যু হয়। এলিনা ত্রিপুরার মৃত্যুর খবর পেয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নিজ সামাজিক মাধ্যমে শিশুর আত্মার শান্তি কামনা করেন এবং মহকুমা প্রসাশনকে ঘটনার তদন্ত করে সরকারী সহযোগীতা প্রদানের নির্দেশ দেন।
অপরদিকে ছোট শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত। তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবারের লোকজনদের সমবেদনা জানান এবং কিছু আর্থিক সহযোগীতা প্রদান করেন। আগামীদিনে পরিবারের লোকজনের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন মন্ডল সভাপতি। এলিনা ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।

