আগরতলা, ২০ জুলাই : দীর্ঘ সাত বছর ধরে পানীয় জল, রাস্তাঘাট ও অন্যান্য মৌলিক সুবিধার অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ঋষ্যমুখ ব্লকের কৈলাশনগর এডিসি ভিলেজের ছনখলা বাড়ি এলাকার প্রায় ২৭টি উপজাতি পরিবার। পর্যাপ্ত সরকারি পরিষেবা না পেয়ে তারা স্থানীয় এমডিসি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
এলাকার বাসিন্দারা জানান, সরকার প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও এই এলাকার মানুষ আজও পানীয় জলের জন্য ছড়া, নালা, এবং পাতকূয়ার ওপর নির্ভরশীল। এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে ছড়ার জল ধরে রাখার জন্য কুয়ো তৈরি করলেও বর্ষাকালে মাটি ও কাদায় সেই জল ঘোলা হয়ে যায়। আর্থিক সংকটের কারণে অনেকে ফিল্টার কিনে জল পরিশোধন করতে পারেন না, ফলে বাধ্য হয়ে দূষিত জল পান করতে হচ্ছে। এর ফলে জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, গত এডিসি নির্বাচনের আগে এমডিসি দেবজিৎ ত্রিপুরা বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আর এলাকার খবর রাখেন না। সামনেই ভিলেজ কাউন্সিলের নির্বাচন। এলাকার জনগণ মনে করছেন, ভোটের আগে দেবজিৎরা আবার আসবেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দেবেন। কিন্তু এবার আর তারা সেই ফাঁদে পা দেবেন না।
তাদের কথায় স্পষ্ট যে, তারা নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন দেখা যাবে। এই পরিস্থিতিতে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

