স্মার্ট মিটার এবং বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে সরব সিপিআইএম

আগরতলা, ১৯ জুলাই : স্মার্ট মিটার এবং বিদুৎ মাশুল এবং জলের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে সিপিআইএম। আগরতলা, ১৯ জুলাই : স্মার্ট মিটার এবং বিদুৎ মাশুল এবং জলের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে সিপিআইএম। এদিন মেলার মাঠ পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে এক সভায় মিলিত হয়। এদিনের মিছিলে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সদর জেলা সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন অমল চক্রবর্তী বলেন, বিজেপি জোট সরকার ইতিমধ্যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিজেপি সরকার স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। তাছাড়া বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে, জনগণের আয় নেই। তার উপর সরকারের এই স্মার্ট মিটারের বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

তাঁর কথায়, বিজেপি সরকারের আমলে রাজ্যে আইনের শাসন নেই। এমনকি, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা হুজুতি প্রতিনিয়ত হচ্ছে। তারউপর রাজ্যে নারী নির্যাতনের হার দিন দিন বাড়ছে। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।