তেলেঙ্গানা হাই কোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন আপরেশ কুমার সিংহ, শপথ পাঠ করালেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মণ

হায়দরাবাদ, ১৯ জুলাই : তেলেঙ্গানা হাই কোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে শনিবার রাজভবনে শপথ গ্রহণ করলেন বিচারপতি আপরেশ কুমার সিংহ। তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল জিষ্ণু দেববর্মণ। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

বিচারপতি আপরেশ কুমার সিংহ এর আগে ত্রিপুরা হাই কোর্টের মুখ্য বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও বিচারব্যবস্থায় অবদানের জন্য তাঁকে তেলেঙ্গানার মুখ্য বিচারপতির দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি তাঁকে শুভেচ্ছা জানান এবং রাজ্যের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রতি আশা প্রকাশ করেন। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজভবনে ছিল আনুষ্ঠানিক পরিবেশ ও কড়া নিরাপত্তার বন্দোবস্ত।