নয়াদিল্লি,১৯শে জুলাই: শনিবার সকালে ব্যাংককের ফুকেতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী,IX110 নম্বরের ফ্লাইটটি, যা বোয়িং ৭৩৭ম্যাক্স ৮ বিমানদ্বারা পরিচালিত হচ্ছিল, সকাল ৬টা ২০মিনিটে নির্ধারিত উড্ডয়নের ২০ মিনিট দেরিতে৬টা ৪০ মিনিটে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে। বিমানটির ফুকেতে সকাল ১১টা ৪৫মিনিটে অবতরণের কথা ছিল।তবে, বিমানটি কেন ফিরে এলো,তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে এয়ারলাইন বা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও কোনো বিবৃতিজারি করেনি। চলতি সপ্তাহে এটিই প্রথম এমন ঘটনা নয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ইম্ফলগামী ইন্ডিগোর একটি ফ্লাইট টেকনিক্যাল ত্রুটির কারণে উড্ডয়নের কিছুক্ষণ পরই মাঝপথে দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছিল। ৬ই-৫১১৮ নম্বরের বিমানটি সকাল ১০টা ২৫ মিনিটে আইজিআই বিমানবন্দর থেকে উড্ডয়ন করলেও,১১টা ১৬ মিনিটে নিরাপদে দিল্লিতে অবতরণ করে।প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পর, বিমানটি দুপুর১২টা ৩০ মিনিটের দিকে পুনরায় যাত্রা শুরু করে এবং নির্ধারিত সময় দুপুর ১টা১০ মিনিটের অনেক পরে দুপুর ২টা ৫৩ মিনিটে ইম্ফলে অবতরণ করে। ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, “১৭ই জুলাই, ২০২৫তারিখে দিল্লি থেকে ইম্ফলগামী৬ই-৫১১৮ ফ্লাইটে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ছোটখাট প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল। সতর্কতা হিসেবে, পাইলটরা ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিরাপদে ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অল্প সময়ের মধ্যেই পুনরায় যাত্রা শুরু করে।” এয়ারলাইন যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। সম্প্রতি বেশ কয়েকটি এয়ারলাইনসে প্রযুক্তিগত সমস্যার ঘটনা সামনে এসেছে। এরআগে, দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগোর ৬ই-৬২৭১ নম্বরের একটি ফ্লাইটে মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে সেটিকে মুম্বাইয়ে ঘুরিয়ে দেওয়া হয়এবং সেটি নিরাপদে অবতরণ করে। গত১৯শে জুন, লেহগামী ইন্ডিগোর একটি ফ্লাইট প্রযুক্তিগত সমস্যার কারণে প্রায় দুই ঘণ্টা আকাশে থাকার পর দিল্লি ফিরে আসতে বাধ্য হয়েছিল। তারও আগে, ৬ই মে, ব্যাংকক থেকে মস্কোগামী অ্যারোফ্লট ফ্লাইট কেবিন থেকে ধোঁয়া শনাক্ত হওয়ার সন্দেহে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এপ্রিল মাসে, জেদ্দা-দিল্লি রুটের একটি ফ্লাইট চাকা ফেটে যাওয়ার সন্দেহে আইজিআই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। ৪৩৪জন যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে।
2025-07-19

