শান্তিরবাজার, ১৮ জুলাই : ষাঁড়ের সাথে ধাক্কায় মর্মান্তিক পরিনতি হল এক যুবকের। জোলাইবাড়ি বাইপাসে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান একজন, অপরজন গুরুতর আহত হয়েছেন।
ষাঁড়ের সাথে ধাক্কায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। অপর যুবক গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা নাগাদ সাবরুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের জোলাইবাড়ি বাইপাসে ষাঁড়ের সাথে ধাক্কায় বাইক দুর্ঘটনাগ্রস্থ হয়। এতে বাইক চালক বিপ্লব বড়ুয়া নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জানা যায় তার বাড়ি উদয়পুর ড্রপগেট এলাকায়। ওই বাইকে থাকা অপরজন দেবব্রত সরকার গুরুতরভাবে আহত হয়। তার বাড়ি শান্তিরবাজার এলাকায়। আহত দেবব্রত সরকারকে জুলাই বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জোলাইবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন দেবব্রত সরকারকে শান্তির বাজার জেলা হাসপাতালে।

