সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের

তেলিয়ামুড়া, ১৮ জুলাই: তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গাতে মর্মান্তিকভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল এ বৃদ্ধের। মৃতের নাম মনমোহন সরকার(৭৫)। একদিকে যেমন এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। একই রকমভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এলাকাবাসী সহ বিভিন্ন অংশের রেল যাত্রীদের।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকাল আনুমানিক আটটা নাগাদ আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের। তবে আশ্চর্যের বিষয় মৃতদেহ দীর্ঘ সময় রেল ট্রেকে পড়ে থাকলেও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। স্বাভাবিকভাবেই দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছতে রেল পুলিশের এই দেরির পরিপ্রেক্ষিতে ক্ষতবিক্ষত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকে এবং আগরতলাগামী রেল আটকা পড়ে থাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্নস্তরের রেলযাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও অনুমান করা যাচ্ছে নিজ বাড়িতে যাওয়ার পথে অসাবধানতা বসত রেলের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে।
এদিকে সর্বশেষ সংবাদ অনুযায়ী ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পর রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেছে মৃতদেহের ময়না তদন্তের জন্য। উল্লেখ্য, অতীতেও একই জায়গায় এরকমভাবে বেশ কিছু মৃত্যুর ঘটনা সামনে এসেছে।