আগরতলা, ১৭ জুলাই: চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে ৮ নং জাতীয় সড়ক জলমগ্ন। সমস্যায় রয়েছেন সাধারণ নাগরিক।
দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টিতে চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনের ৮নং জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবারও সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জাতীয় সড়ক। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের। বিগত বেশ কয়েক বছর ধরে জাতীয় সড়কের এই স্থানে বৃষ্টি হলে জল জমে পথচারীদের দুর্ভোগ হয় এরপরেও জেলা প্রশাসন এবং জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের কোন হেলদোল নেই বলে অভিযোগ।
স্থানীয়রা অভিযোগ করেন, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলে কাঁদায় একাকার হয়ে পরে। ফলে যানচালক থেকে শুরু করে নিত্য পথযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তার ফলে বৃষ্টির দিনে দুর্ঘটনার কবলে পড়েছেন একাধিক জনগণ। জাতীয় সড়কে এ ধরনের দুরবস্থা কাম্য নয়, তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় জনগণ।

