আগরতলা, ১৭ জুলাই : স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের সাথে চরম প্রতারণার করছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে আজ উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে শিব বাড়ি বিদ্যুৎ দপ্তরে সামনে গনধর্না বসেছেন নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। তাছাড়া বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে, জনগণের আয় নেই। তার উপর সরকারের এই স্মার্ট মিটারের বাড়তি চাপ এসে পড়েছে। সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ সরব হয়েছে কংগ্রেস।

