বিদ্যুতের পর জলের মাশুল বৃদ্ধি

আগরতলা, ১৫ জুলাই : এবারে বৃদ্ধি পেল জলের মাশুল। আগরতলা পুর নিগম, পুর পরিষদ, পঞ্চায়েত এলাকা সহ বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এবং ত্রিপুরা জল বোর্ডের পঞ্চম বোর্ড সভার অনুমোদনক্রমে জলের মাশুল বৃদ্ধি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী প্রতি মাসে ৪০ টাকা থেকে বৃদ্ধি করে গত জুন মাসের ১ তারিখ থেকে ৬০ টাকা করে জল মাশুল করা হয়েছে আগরতলা পুর নিগম, রাজ্যের বিভিন্ন পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকার জন্য।

বাণিজ্যিক সংযোগের জন্য জলের মাশুল পরিবর্তন করা হয়নি। তবে বিদ্যমান অনুমোদিত সংযোগ নিয়মিতকরণের জন্য মাশুল এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকা করা হয়েছে।