স্ব-দলীয় নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক রামপ্রসাদ পালের

আগরতলা, ১৫ জুলাই : স্ব-দলীয় নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সূর্যমনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় কর্মীদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। প্রাক্তন কংগ্রেস নেতা রতন দাস নিজের নেশা বাণিজ্য বহাল রাখার তাগিদেই কংগ্রেস দল ছেড়ে বিজেপির পতাকা তলে শামিল হয়ে নিজেকে দলীয় নেতা পরিচয় দিয়ে নেশা বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ করেছেন সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল।

তিনি দলীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন সূর্যমনি বিধানসভা এলাকায় কোন ধরনের নেশা কারবার করা যাবে না। নেশা কারবারি রতন দাস কংগ্রেস দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হয়ে দলের বদনাম করে চলেছে বলেও তিনি গুরুতর অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকেও বলেছেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সেজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সভায় প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন নেশা কারবারি রতন দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তিনি নিজে তাদের সঙ্গে থাকবেন বলেও জানিয়েছেন। প্রয়োজন হলে বোল্ডওজার দিয়ে তার দোকান ও বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বলেও এদের তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

বিধায়ক রামপ্রসাদ পাল পরে বলেন তাঁর এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করছে এধরনের কোন কাজ তিনি বরদাস্ত করবেন না। বিধায়ক রামপ্রসাদ পালের এই বক্তব্য খুবই ইতিবাচক বলে মনে করছেন এলাকার জনগণ।