মাটির নিচ থেকে ১৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার

আগরতলা, ১৫ জুলাই: মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকার গাঁজা। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায়।

ঘটনার বিবরনে পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাছে গোপন খবর ছিল সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া বান্দারীছড়া এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা মজুদ রয়েছে। এই খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে অভিযান চালায়। টিলার উপরে অবস্থিত বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ওই বাড়িতেই তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে মোট ৮ টি ড্রামে ৩৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা হতে পারে। পাশাপাশি ওই বাড়ি থেকে ইকবাল হোসেন নামে যুবককে আটক করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।