ভারতীয় সৃজনশীল প্রযুক্তি প্রতিষ্ঠান আগস্ট ২০২৫-এ উদ্বোধনী ব্যাচের জন্য এভিজিসি-এক্সআর ক্ষেত্রের আধুনিক কোর্স চালু করল

মুম্বই, ১৫ জুলাই : ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল, কারণ ভারতীয় সৃজনশীল প্রযুক্তি প্রতিষ্ঠান আগামী আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া প্রথম ব্যাচের জন্য ভর্তির ঘোষণা করল। প্রতিষ্ঠানটি এভিজিসি-এক্সআর (অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটি) ক্ষেত্রের ওপর ভিত্তি করে তৈরি শিল্প-চালিত কোর্সসমূহের একটি শক্তিশালী পোর্টফোলিও উপস্থাপন করছে।

আইআইসিটি-এর ঘোষণা চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট’-এ তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর মাধ্যমে করা হয়। এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার লক্ষ্যে একাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এবং শিল্প-নেতাদের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে।

প্রথম শিক্ষাবর্ষে মোট ১৮টি বিশেষায়িত কোর্স চালু হচ্ছে — যার মধ্যে গেমিং-এর উপর ৬টি কোর্স, পোস্ট প্রোডাকশন-এর উপর ৪টি কোর্স এবং অ্যানিমেশন, কমিকস ও এক্সআর-এর উপর ৮টি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। এসব কোর্স উন্নয়নে গেমিং ও সৃজনশীল প্রযুক্তির খ্যাতনামা শিল্প সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা বর্তমান ও ভবিষ্যতের চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে পারেন।

সম্প্রতি আইআইসিটি একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক-এর সঙ্গে। এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় ও আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রক্রিয়ায় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গুগল, ইউটিউব, অ্যাডোব, মেটা, মাইক্রোসফট, এনভিডিয়া এবং জিওস্টার-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি সংস্থাগুলি আইআইসিটি-এর সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতায় অংশ নিচ্ছে। তারা কোর্স কারিকুলাম নির্মাণ, বৃত্তি, ইন্টার্নশিপ, স্টার্টআপ ইনকিউবেশন এবং নিয়োগে সহায়তা করবে।

আইআইসিটি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বাস দেবস্কর জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হলো ভারতে বিশ্বমানের প্রতিভা গড়ে তুলে এভিজিসি-এক্সআর ক্ষেত্রে দেশকে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত করা। কোর্সগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেগুলি আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি ভারতের নিজস্ব সৃজনশীল সম্ভাবনার প্রতিফলন ঘটায়।” তিনি আরও জানান, পূর্ণাঙ্গ পাঠ্যক্রম জুলাই মাসের শেষে প্রকাশিত হবে।

আইআইসিটি-এর গভর্নিং বোর্ডে রয়েছেন সঞ্জয় জাজু, বিকাশ খারগে, স্মৃতি স্বাতি মহাসে, চন্দ্রজিৎ ব্যানার্জী, অশীষ কুলকার্নি, মনবেন্দ্র শুকুল এবং রাজন নবনী। পাশাপাশি গভর্নিং কাউন্সিলের সদস্য হিসাবে আছেন মুঞ্জাল শ্রফ, চৈতন্য চিকলিকার, বীরেন ঘোষ, ভূপেন্দ্র কৈণ্ঠোলা এবং গৌরব ব্যানার্জী।

বিশ্বে এভিজিসি-এক্সআর খাতের দ্রুত বৃদ্ধি প্রেক্ষিতে আইআইসিটি-এর এই বিস্তৃত কোর্স প্রস্তাব ভারতের সৃজনশীল অর্থনীতিতে একটি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে এবং দেশকে ভবিষ্যতের ইমার্সিভ ও ডিজিটাল কনটেন্ট প্রযুক্তির ক্ষেত্রে এক অগ্রণী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।