নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই:
খোয়াই মহকুমা পুলিশ প্রশাসনের আবারো সাফল্য পেল। ড্রাগস সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কিছুদিন আগে পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধনকর খোয়াই জেলা সফর করেন। খোয়াই জেলার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেছিলেন রাজ্যের মধ্যে খোয়াই জেলাতে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। এই কাজের মধ্য দিয়ে আসছে সাফল্য ।
খোয়াই পহড়মুড়া বাজারটিলা এলাকায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান দায়িত্বপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে খোয়াই থানার ওসি সুবীর মালাকারীর নির্দেশক্রমে পুলিশ গোপন খবরের ভিত্তিতে সে বাড়িতে তল্লাশি করে। পুলিশ ১০ গ্রাম ড্রাগস উদ্ধার করে । ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে। তারা হল অতুল দেববর্মা (৩৪) । বাড়ির চাম্পাহার নাইলাবাড়ি এলাকায়। প্রতাপচন্দ্র সিং । রবিবার খোয়াই থানার ওসির সুবীর মালাকার এ বিষয়ে বিস্তারিত জানান।

