আগরতলা, ১১ জুলাই : নিজ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না দুর্ঘটনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ঘটনা কালীবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন একটি বাড়িতে।
বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন অঙ্গনওয়ারী কেন্দ্র এলাকায় নিজ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য। খুন না দূর্ঘটনা তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এদিকে ঘটনা জানাজানি পাওয়ার পর গা ঢাকা দেন মহিলার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস।
স্থানীয় সূত্র মারফত জানা যায় বিশ্বজিৎ বিশ্বাসের তৃতীয় স্ত্রী ছিল এই মহিলা । আগের দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং দ্বিতীয় স্ত্রীকে তার ভাই নিয়ে পালিয়ে যায়। তার তৃতীয় স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনাস্থলে আসেন এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ,ওসি লেফুঙ্গা সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির পুলিশ ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বামুটিয়া ফাঁড়ির সেকেন্ড অফিসার জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কি হয়েছিল।

