বন্যায় দুর্গতদের পাশে ৩৫ নং বিলোনীয়া মন্ডল

বিলোনিয়া, ১০ জুলাই : বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্তের নির্দেশে বিজেপি কার্যকর্তারা বিগত দুদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এছাড়াও বিভিন্ন শরণার্থী শিবিরে যে সকল মানুষ জন আশ্রয় নিয়েছে তাদের হাতে শুকনো খাবার সহ শিশুদের দুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রশাসনের পাশাপাশি বিজেপি ৩৫ বিলোনিয়া মন্ডল এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সামাজিক কাজ করে যাচ্ছেন। মন্ডল এলাকার যেকোনো মানুষ সমস্যায় পড়লে তাদের কাছে ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

যেমন উত্তর ভারত চন্দ্র নগর বাজারে একই রাতে একই সাথে ২৪ টি দোকান চুরি হওয়ার পর ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি অসুস্থ রোগী থেকে দুস্থদের সব সময় সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

ইতিমধ্যে বিলোনিয়া শহরের রামঠাকুর পাড়া এবং মাইছড়া গাছ বাড়িয়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা সহ নগদ অর্থ তুলে দিয়েছেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত। যাতে করে পরিবার গুলি আবার মাথা তুলে দাঁড়াতে পারে।