আগরতলা, ৯ জুলাই : দশটি ট্রেড ইউনিয়নের আহব্বানে গোটা দেশব্যাপী ভারত বনধকে ঘিরে সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ বাজারে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বাজারের ব্যবসায়িকদের দোকাটপাট খোলার জন্য কিছু যুবক বাধ্য করছেন। এমনকি, বাড়ি থেকে ডেকে এনে দোকান খোলার জন্য চাপ সৃষ্টি করছে।
দুর্লভ নারায়ন এলাকার যুব নেতৃত্ব মোঃ সেলিম বলেন, কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ যাতে বঝায় থাকে তার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে স্পেশাল ভাবে টি এস আর জোয়ান ও সিআরপিএফ জোয়ান নজর দাড়ি অব্যাহত রেখেছ। কাঁঠালিয়া সিপিআইএম অফিস প্রাঙ্গনে দেখা গেল একেবারে চার থেকে পাঁচজন সিআরপিএফ জোয়ান দাঁড়িয়ে নজর রাখছে যাতে করে কোনরকম হামলা হুজ্জুতি না হতে পারে।
এছাড়া ,কাঁঠালিয়া মোটরস্ট্যান্ডে বেশ কয়েকজন সিআরপিএফ জোয়ান চতুর্দিকে দোকান কান খোলা রেখে নজরদারি রেখেছে। অপরদিকে, যাত্রাপুর থানার পুলিশ অফিসার সূত্রে জানা গেল কোন এলাকার বিভিন্ন হাটবাজারে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে।
এদিকে, যাত্রাপুর থানায় এলাকায় এখন অব্দি আশি শতাংশ দোকানপাট বন্ধ। তাছাড়া এডিসি ভিলেজের হাট বাজার গুলি ও একেবারে বন্ধ। তার কারণ, একদিকে বিরামহীন বৃষ্টি চলছে সর্বত্র, এখন অব্দি ৪৮ ঘন্টা টানা বৃষ্টি। ঘর থেকে প্রয়োজনে বের হওয়া মানুষের এখন মুশকিল হয়ে পড়েছে, একেবারে গৃহবন্দী। প্রকৃতির নেতিবাচক প্রভাবের কারণে এই বন্ধ অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাবে। এমনটাই এলাকার জনগণের ধারণা।

