আগরতলা, ৮ জুলাই : আজ সকাল থেকে অবিরাম বৃষ্টিতে উদয়পুর শহর সহ সারা মহকুমার বিভিন্ন জায়গায় জমে গেছে জল। আশ্চর্য্যের বিষয় এখনো পর্যন্ত প্রশাসনের কর্তাদের দেখা মিলেনি।
উদয়পুর শহরের বিভিন্ন অলিগলি, বিভিন্ন ওয়ার্ডে জম জমে গেছে। এমনকি থানা চৌমুহনী,ছনবন, ব্রহ্মা বাড়ি, টাউন সোনামুড়া সহ খিলপাড়া, রাজার বাগ এলাকায় জল জমে গেছে প্রচুর। কুম্ভনিদ্রায় আছে উদয়পুর পুর পরিষদ। দীর্ঘদিন ধরে পৌর পরিষদ এলাকা বিভিন্ন ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে সামান্য বৃষ্টিতে জল যাওয়ার ব্যবস্থা নেই। এই ব্যাপারে বহুবার পুর পরিষদের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ার ফলে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির ফলে জল জমে গেছে হাঁটু সমান কোথাও বা কোমর সমান।
উদয়পুর টাউন সোনামুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের মানুষের বাড়ি ঘরে জল জমে গেছে। ড্রেনের অবস্থা বেহাল জলযাবার ব্যবস্থা নেই। কাউন্সিলার রঞ্জিত দাসের দেখা নেই। এলাকার জনগণ জানিয়েছেন এই কয়েক ঘন্টার বৃষ্টিতে টাউন সোনা মুড়া এলাকায় জল জমে যাবার ফলে মানুষের কষ্টের সীমা নেই। পৌর পরিষদ থেকে জলের পাম্প মেশিন চালিয়ে জল যাবার ব্যবস্থা করা যেত কিন্তু তাও করে নি পুর পরিষদ। এ নিয়ে এলাকার জনগণের মধ্যে দেখা দিয়েছে একরাশ ক্ষোভ।

