আগরতলা, ৮ জুলাই : আগামীকাল যান চলাচল স্বাভাবিক থাকবে।আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের বিরুদ্ধে এমনটাই বললেন মেলাঘর মোটরস্ট্যান্ডিং বিএমএস-এর সভাপতি বিপ্লব মজুমদার। এদিন ধর্মঘট ব্যর্থ করতে মিছিলে সামিল হয়েছেন বাস সিন্ডিকেট মহকুমা শাখার সম্পাদক স্বপন সাহা সহ বিএমএস-এর অন্যান্যরা।
প্রসঙ্গত, চারটি শ্রম কোড বাতিল করা, পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা, বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ ১৭ দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ১০ টি ট্রেড ইউনিয়ন। জনবিরোধী এই হরতাল রাজ্য বিএমএস নেতৃত্ব থেকে শুরু করে মহকুমার নেতৃত্বরা মানতে নারাজ।
আজ মেলাঘর মোটরস্ট্যান্ডিং বিএমএস-এর সভাপতি বিপ্লব মজুমদার বলেন, এই ধর্মঘট মানুষের স্বার্থের বিরুদ্ধে। সিপিআইএমের ডাকাই ধর্মঘট এটা মানুষের পক্ষ নয়। তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই ধর্মঘটে ডাক দিয়েছে। তাই বিএমএস এর নেতৃত্বরা জানালেন আগামীকাল স্বাভাবিক থাকবে যান পরিষেবা। তাছাড়া আজকে তারা একটি মাইকিং এবং সন্ধ্যা বেলা একটি মিছিল করবেন এই বন্ধের বিরুদ্ধে।

