আগরতলা, ৭ জুলাই : সোমবার ‘বাংলাদেশী গো ব্যাক’ শ্লোগানে ভাসলো রাজধানী আগরতলা। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে এক অরাজনৈতিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় আজ রাজধানী আগরতলায়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এই আন্দোলন আরো জোরদার হবে, এ দিনের সমাবেশ থেকে হুঁশিয়ারি দিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।
অবৈধ অনুপ্রবেশকারীদের পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আজ রাজধানী আগরতলায় এক অরাজনৈতিক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এসে এক সমাবেশে মিলিত হয়। এ দিনের মিছিলে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জাতীয় পতাকা হাতে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে সোচ্চার হয় গোটা রাজ্যের জনগণ। এই সমাবেশ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে সোচ্চার হন। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে অবিলম্বে বাংলাদেশীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানান তিনি।
এদিনের এই সমাবেশ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, এটি একটি জাতীয় ইস্যু। সব অংশের জনগণের লড়াই এটি। তাই আজ দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে লড়াইয়ে নেমেছেন তিনি। তাঁর কথায়, আগে জাতি, পরে পার্টি। বাঙালি,হিন্দু, মুসলিম, জনজাতি সকল অংশের জনগণকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকার রক্ষার এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা।
তিনি আরো বলেন, এই প্রথম নয় যখন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু ত্রিপুরায় সেই সময়ও এই নির্দেশিকা কার্যকর হয়নি। এরপরেও দফায় দফায় বেশ কয়েকবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হলেও ত্রিপুরা রাজ্যে এই বিষয়টি চেপে দেওয়া হয়েছে। কিন্তু এবার ১৯ মে ২০২৫ পুনরায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাদের চিহ্নিত করে ওই দেশে পুনরায় ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু দেশের অন্যান্য রাজ্য যেমন, আসাম, অরুণাচল প্রদেশ, নয়া দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ুতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। একইভাবে ত্রিপুরা রাজ্যে ও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের সেই দেশে ফেরত না পাঠালে ভবিষ্যত প্রজন্মের অস্তিত্ব সংকট দেখা দেবে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা।
তিনি সুইজারল্যান্ডের জাতিসংঘের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,১৯৯৭ সালে প্রথম সুইজারল্যান্ড এর জাতিসংঘে ত্রিপুরার প্রতিনিধি হিসেবে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি তুলেছিলেন তিনি। তখন থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন। তিনি বলেন, সরকার যদি এখন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই লড়াই আরো জোরদার হবে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যের জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারী যে কোন রাজ্যের তথা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি হুমকি। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো অত্যন্ত জরুরি।

