চুরি যাওয়া স্বর্ণের চেইন সহ চোর আটক, আদালতে প্রেরণ

আগরতলা, ৬ জুলাই : সম্প্রতি চুরি যাওয়া একটি স্বর্ণের চেইনসহ এক চোরকে আটক করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি জানান, কিছুদিন পূর্বে চন্দ্রপুরের এক বৃদ্ধ মহিলা পূর্ব থানায় একটি চুরির মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে চোরকে আটক করা হয়েছে।
এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমকে আরও জানান যে, পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই চুরির তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছিলেন। এই দলটি এই ধরনের চুরির সাথে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করে। এরপর, চুরির শিকার হওয়া বৃদ্ধা মহিলার দেওয়া বিবরণ অনুযায়ী অভিযুক্ত চোরকে শনাক্ত করতে সফল হয় পুলিশ।
ধৃত চোরকে রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এসডিপিও দেবপ্রসাদ রায় আশ্বাস দিয়েছেন যে, পুলিশি তদন্তে এই চুরির সাথে যুক্ত অন্যান্যদেরও খুঁজে বের করা হবে।