আগরতলা, ৫ জুন : বিদ্যালয়ের বেহাল অবস্থা, নেই পর্যাপ্ত শিক্ষক। প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হলো পড়ুয়ারা। এদিকে, রাস্তা অবরোধের ফলে চম্পকনগর সাধুপাড়া জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে। বিপাকে পড়েন যানচালক এবং নিত্যযাত্রীরা।
বিদ্যালয়ের জনৈকা ছাত্রী জানান, চম্পকনগর ত্রিপুরার লোক শিক্ষালয় হাই স্কুলের অবস্থা বেহাল। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বৃষ্টি হলেই জল পড়ে। মিড ডে মিলের জন্য খাবারের জায়গার অভাব রয়েছে। এছাড়াও বিভিন্ন সমস্যায় ধুঁকছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে মোট তিনজন শিক্ষিকা। ফলে শিক্ষক স্বল্পতাও রয়েছে। এছাড়াও বিদ্যালয়টি দশম শ্রেণী পর্যন্ত, ফলে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে কোথায় ভর্তি হবে সেই চিন্তায় দিন গুণছেন।
এইদিনের বিক্ষোভ সমাবেশ থেকে বিদ্যালয়ে এসএমসি কমিটির চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সংস্কারের দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিদ্যালয়ে ৩ জন শিক্ষিকা রয়েছেন। এমনিতেই শিক্ষক সংকট, তার মধ্যে একজন শিক্ষিকার পদোন্নতির ফলে তিনি আজ বিদ্যালয় থেকে চলে যাচ্ছেন। ওই শিক্ষিকা আবার গার্লস হোস্টেলের সুপার। আগামীকাল থেকে তিনি আর বিদ্যালয়ে আসবেন না। আজকেই তার এই বিদ্যালয়ে শেষ দিন। কিন্তু দপ্তর থেকে দায়িত্বভার অন্য কাউকে দেওয়া হয়নি। অথবা নতুন শিক্ষক নিয়োগও করা হয়নি। তাই আজ থেকে গার্লস হোস্টেলের সুপারের দায়িত্ব কে সামলাবেন সেই প্রশ্ন তোলেন এসএমসি কমিটির চেয়ারম্যান।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য দাবি জানানো হলেও সমস্যাগুলি সমাধান না হওয়ায় আজ বাধ্য হয়ে রাস্তায় বসেছেন ছাত্র-ছাত্রীরা। যত সময় পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন আধিকারিক তাদেরকে সমস্যা সমাধানের আশ্বাস দেবেন না ততো সময় পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে বলে জানানো হয়েছে। এদিনের এই পথ অবরোধের ফলে দুদিক থেকে আটকে পড়ে প্রচুর যানবাহন। ব্যাহত হয় জাতীয় সড়কের যান চলাচল।
—

