কুমারঘাটে জলবন্দি ২৫টি পরিবার, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমারঘাট, ৪ জুলাই : কুমারঘাট পুর এলাকার ৫নং ওয়ার্ডে জলনিকাশী সমস্যায় নাজেহাল স্থানীয়রা। দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে আছে গোটা এলাকা। ফলে নিত্যদিন যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। বারবার কুমারঘাট পুরপরিষদে বিষয়টি জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনও পৌঁছায়নি, এমনটাই অভিযোগ কুমারঘাট পুর পরিষদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুর এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে জলনিকাশী ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা দেবসিং দেববর্মা সংবাদমাধ্যমকে জানান, ওই এলাকায় প্রায় ২৫ পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে বাড়ির চারিদিকে জল জমে আছে। স্থানীয় বাচ্চারা স্কুলে যেতে গেলে সমস্যার সম্মুখীন হন। তাদেরকে এই জল ডিঙিয়ে বিদ্যালয়ে যেতে হয়। সামান্য বৃষ্টি দিলে এলাকায় হাঁটু সমান জল জমে যায়। এলাকার কেউ অসুস্থ হলেও চরম ভোগান্তির শিকার হতে হয় তার পরিবারের সদস্যদের।

তিনি আরও জানান, বর্ষার আগেই এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপার্সনের সাথেও যোগাযোগ করেন। চেয়ারপার্সন আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এই জলনিকাশীর সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনই স্বাস্থ্যঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে, এবং ডেঙ্গু, ম্যালেরিয়া-সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুমারঘাট পুর পরিষদ কবে নাগাদ এই সমস্যার সমাধান করে সেই অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় জনগণ।