ধর্মনগর, ৩ জুলাই : বাগবাসায় পুলিশ মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল। ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উত্তর জেলার বাগবাসা থানার পুলিশের অভিযানে ১০,০০০ ইয়াবা ট্যাবলেটসহ আবদুল আতা নামে এক যুবক গ্রেপ্তার হয়।
গোপন তথ্যের ভিত্তিতে নাকা চেকিং চলাকালে তাকে একটি লাইন গাড়ি থেকে আটক করা হয়। আটক যুবক আসামের নিলামবাজার থানার রানী গ্রামের বাসিন্দা। এই অভিযানে নেতৃত্ব দেন বাগবাসা থানার ওসি পার্থ দেব। অভিযানে টিএসআর-সহ পুলিশ বাহিনী যুক্ত ছিল। জানা গেছে, উদ্ধার হওয়া মাদক ধর্মনগরের এক ব্যবসায়ীর বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে পুলিশ।

