বনমালীপুরে বাড়ি বাড়ি যাচ্ছেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়

আগরতলা, ৩ জুলাই : বনমালীপুরে বাড়ি বাড়ি যাচ্ছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। লিফলেটের মাধ্যমে সরকারের দূর্বলতা জনগণের সামনে তুলে ধরছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, ১১ বছরের ‘মন কি বাত’ এর অনেক পর্বই শোনা হল। কিন্তু কোনও পর্বেই সাধারণের জীবনযন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এস.টি, এস.সি, ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা শোনা গেলো না।

তাঁর অভিযোগ, মন কি বাতে জনগণের জীবন যন্ত্রণা লাগব করার বিষয়ে কোনো কথা নেই। তাই বাড়ি বাড়ি যাচ্ছে কংগ্রেসের নেতৃত্বরা।